সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগারের ঈদ পুর্নমিলনী, কৃর্তি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান ২০১৮...আহ্বান :
১. এসো বই পড়ি, সুস্থ সমাজ ও সুন্দর জীবন গড়ি।
২. মাদককে না বলুন, জুয়ামুক্ত সমাজ গড়ুন।
৩. মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু, এদের সামাজিকভাবে বয়কট করুন এবং আইনের হাতে তুলে দিন।
৪. আসুন, নিজের যা আছে, তা নিয়েই সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াই।
৫. সন্ধ্যায় বাড়ির গরু বা ছাগলটি গৃহে না ফিরলে যেমন খুঁজতে বের হন, তেমনি নিজের সন্তানটি গৃহে ফিরলো কিনা খোঁজ করুন। আপনার সন্তান কার সঙ্গে মেশে সেদিকেও খেয়াল রাখুন। জেনে রাখবেন, আপনার ঘরে একটা সন্ত্রাসী, জঙ্গি কিংবা নেশাখোর সন্তান পয়দা হলে পুরো পরিবারটি ধ্বংস হয়ে যাব।
[নোট : ২০১১ সাল থেকে সুফির বাজার অবস্থিত রামগতি লক্ষীপুর প্রতিষ্ঠিত সরকারিভাবে নিবন্ধিত এই পাঠাগার জ্ঞানবিস্তার শিক্ষা ও মানবসেবায় কাজ করে চলেছে।
লেখকঃ ইমাম হাসান
সম্মানীত সদস্য
সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগার।
৪. আসুন, নিজের যা আছে, তা নিয়েই সাধ্যমতো অসহায় মানুষের পাশে দাঁড়াই।
৫. সন্ধ্যায় বাড়ির গরু বা ছাগলটি গৃহে না ফিরলে যেমন খুঁজতে বের হন, তেমনি নিজের সন্তানটি গৃহে ফিরলো কিনা খোঁজ করুন। আপনার সন্তান কার সঙ্গে মেশে সেদিকেও খেয়াল রাখুন। জেনে রাখবেন, আপনার ঘরে একটা সন্ত্রাসী, জঙ্গি কিংবা নেশাখোর সন্তান পয়দা হলে পুরো পরিবারটি ধ্বংস হয়ে যাব।
[নোট : ২০১১ সাল থেকে সুফির বাজার অবস্থিত রামগতি লক্ষীপুর প্রতিষ্ঠিত সরকারিভাবে নিবন্ধিত এই পাঠাগার জ্ঞানবিস্তার শিক্ষা ও মানবসেবায় কাজ করে চলেছে।
লেখকঃ ইমাম হাসান
সম্মানীত সদস্য
সুফির বাজার জ্ঞানের আলো পাঠাগার।
thank you
ReplyDeleteমাশা আল্লাহ্
ReplyDeleteঅনেক সুন্দর একটি প্রোগ্রাম যা একটি উন্নত সমাজ গড়ার জন্য আর্দশ সহরুপ।
মাশা আল্লাহ্
ReplyDeleteঅনেক সুন্দর একটি প্রোগ্রাম যা একটি উন্নত সমাজ গড়ার জন্য আর্দশ সহরুপ।